
যশোর প্রতিনিধি
যশোর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’এর অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযান চলাকালে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ৩ জন,চৌগাছা থানা থেকে ১ জন, শার্শা থানা থেকে ১জন, কেশবপুর থানা থেকে ১ জন এবং অভয়নগর থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মনিরামপুর থানা এলাকা থেকে সর্বাধিক ৪ জন, বাঘারপাড়া থানা থেকে ২ জন এবং বেনাপোল থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
এদিকে ঝিকরগাছা থানা এলাকা থেকে এ অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পৃথক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে এক বা একাধিক মামলা রয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত থাকবে।
যশোর প্রতিনিধি 






































