
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি ও নান্দাইল থানার অফিসার (ইনচার্জ) মোহাম্মদ আল আমিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন-১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা ও বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার 






































