
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
বাঙালির চিরগৌরবের দিন ১৬ ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের এইদিনে। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব এবং অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্যাপন করছে ৫৪তম মহান বিজয় দিবস। চট্টগ্রামে এ দিনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ।
মঙ্গলবার ভোরের সূর্য দ্বয়ের সাথে সাথে তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয় চট্টগ্রামের উত্তর কাট্টলির স্মৃতি সৌধে। এরপর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এছাড়াও একে একে বিভিন্ন প্রশাসন ও রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম প্রেস ক্লাব, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ফুলে ফুলে ভরে উঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
দিবসটি উপলক্ষে চট্টগ্রামে সব ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। হাসপাতাল, কারাগার, এতিমখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হয় এবং সরকারি জাদুঘরগুলো বিনা মূল্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যদের সন্তানদের উপস্থিতিতে চিত্রাংকন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 






































