
ইসমাইল ইমন, চট্টগ্রাম
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্যারেড কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন জনাব ড. মো: জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি, আহসান হাবিব পলাশ, ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ, মোহাম্মাদ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, চট্টগ্রাম।
কুচকাওয়াজে অংশগ্রহন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, বাংলাদেশ আনসার কন্টিনজেন্ট, বাংলাদেশ রেলওয়ে নিরপত্তা দল, বাংলাদেশ জেল কন্টিনজেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর বাদক দল, বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস দল, নৌ রোভার স্কাউটস দল, গার্লস গাইড, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ও সরকারী বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ইসমাইল ইমন, চট্টগ্রাম 






































