
জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার
যশোরের শার্শা উপজেলা বিএনপির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে নিজের নামে জায়গা করে নেয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বেনাপোল কাগজপুকুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার 






































