
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর-২০২৫) সকালে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা নূরুল হক সরকার প্রমূখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






































