বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী আ. লীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রবাসী শাখার নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের শহীদ মেম্বারের ছেলে দুবাই প্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মো. নান্নু (৫১), পৌর এলাকা দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বাহাউদ্দিন বাবুল (৫২), মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী মামুন চৌধুরী (৪০), ধরখার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি (২৬) ও একই গ্রামের মৃত আবু তাহের ভুঁইয়ার ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল ভুঁইয়া (৪৫)।

থানা সূত্রে জানা যায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার বাদী আখাউড়া থানা পুলিশ। ওই মামলায় সোমবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক দুবাই প্রবাসীসহ ৫ জনকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতিতে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি। এর প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয়

যশোর জেনারেল হাসপাতাল থেকে বার্মিজ চাকুসহ যুবক আটক

প্রবাসী আ. লীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রবাসী শাখার নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের শহীদ মেম্বারের ছেলে দুবাই প্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মো. নান্নু (৫১), পৌর এলাকা দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বাহাউদ্দিন বাবুল (৫২), মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী মামুন চৌধুরী (৪০), ধরখার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি (২৬) ও একই গ্রামের মৃত আবু তাহের ভুঁইয়ার ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল ভুঁইয়া (৪৫)।

থানা সূত্রে জানা যায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার বাদী আখাউড়া থানা পুলিশ। ওই মামলায় সোমবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক দুবাই প্রবাসীসহ ৫ জনকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতিতে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি। এর প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।