বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লোকালয় থেকে ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

ছবি-সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধার করা ১৫ ফুট লম্বা বার্মিজ অজগরকে এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় ৩৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, তাদের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। এর সঙ্গে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ রইলো।

জনপ্রিয়

যে কারণে ৩ শ্রেণির নামাজি জাহান্নামে যাবে

লোকালয় থেকে ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

প্রকাশের সময় : ১১:৫২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধার করা ১৫ ফুট লম্বা বার্মিজ অজগরকে এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় ৩৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, তাদের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। এর সঙ্গে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ রইলো।