বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিতে যাচ্ছেন। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায়) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সরাসরি এই ভাষণ সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই ভাষণের প্রেক্ষাপট সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই ভাষণে মূলত ট্রাম্প প্রশাসনের গত ১১ মাসের সাফল্যগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী তিন বছরের জন্য তার প্রশাসনের কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে, প্রেসিডেন্ট তারও একটি বিস্তারিত রূপরেখা দেবেন।

ক্যারোলিন লেভিট বলেন, ‘এটি একটি দুর্দান্ত ভাষণ হতে চলেছে। গত ১১ মাসে প্রেসিডেন্ট যে কাজগুলো করেছেন, সেগুলো তিনি বিশদে তুলে ধরবেন। একই সঙ্গে কীভাবে আমেরিকাকে আবার ‘গ্রেট’ করা যায়, সেই পথনির্দেশও দেবেন তিনি।’

এদিকে পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।’ ভাষণের আগে মার্কিনিদের উদ্দীপ্ত করে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভালো বছর হলেও ‘সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে’।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইতোমধ্যে ১১ মাস পার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে তার গৃহীত বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে বিশ্ববাসীর নজর এখন এই ভাষণের দিকে।

জনপ্রিয়

বিপুল পরিমাণ চোরাইপণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশের সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিতে যাচ্ছেন। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায়) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সরাসরি এই ভাষণ সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই ভাষণের প্রেক্ষাপট সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই ভাষণে মূলত ট্রাম্প প্রশাসনের গত ১১ মাসের সাফল্যগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী তিন বছরের জন্য তার প্রশাসনের কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে, প্রেসিডেন্ট তারও একটি বিস্তারিত রূপরেখা দেবেন।

ক্যারোলিন লেভিট বলেন, ‘এটি একটি দুর্দান্ত ভাষণ হতে চলেছে। গত ১১ মাসে প্রেসিডেন্ট যে কাজগুলো করেছেন, সেগুলো তিনি বিশদে তুলে ধরবেন। একই সঙ্গে কীভাবে আমেরিকাকে আবার ‘গ্রেট’ করা যায়, সেই পথনির্দেশও দেবেন তিনি।’

এদিকে পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।’ ভাষণের আগে মার্কিনিদের উদ্দীপ্ত করে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভালো বছর হলেও ‘সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে’।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইতোমধ্যে ১১ মাস পার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে তার গৃহীত বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে বিশ্ববাসীর নজর এখন এই ভাষণের দিকে।