শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের ‘অশান্তি’ ঠেকাতে গ্রামের মদের দোকান ভাঙলেন নারীরা

ছবি-সংগৃহীত

নেশাগ্রস্ত হয়ে পড়ছে স্বামী-সন্তানরা, বাড়িতে বাড়িতে অশান্তি। আর এর জন্য দায়ী মদ। তেমনটাই দাবি করে স্থানীয় মদের দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালেন গ্রামের নারীর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগরা জেলার মহুয়া গ্রামে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিরাওলি এলাকায় আগ্রা-জয়পুর জাতীয় সড়কের ধারে মহুয়া গ্রামের একটি মদের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল স্থানীয় নারীদের মাঝে। তাদের অভিযোগ, দোকানটির কারণে সহজেই মদ হাতে পেয়ে যাচ্ছেন তাদের স্বামী এবং সন্তানরা। এর কারণে অশান্তি বাড়ছে সংসারে।
 
স্থানীয় নারীরা বলছেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এর পরেই বিষয়টি নিজেদের হাতে তুলে নেন তারা। বুধবার (১৭ ডিসেম্বর) লাঠি হাতে দোকানের সামনে জড়ো হন নারীরা। এর পর মদের দোকানে ঢুকে ভাঙচুর চালান। 
জানা গেছে, ওই ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়। পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দোকানের কাছের সিসি ক্যামেরা খতিয়ে দেখে ভাঙচুরের সঙ্গে যুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
 
মদের দোকান ভাঙচুরের ঘটনার ভিডিওটি পোস্ট করা হয়েছে মাজহার খান নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে। ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। ভিডিওটি দেখে বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সূত্র: আনন্দবাজার
জনপ্রিয়

আমি অনেক আগে থেকেই বেগম জিয়ার ভক্ত ছিলাম: আসিফ নজরুল

ঘরের ‘অশান্তি’ ঠেকাতে গ্রামের মদের দোকান ভাঙলেন নারীরা

প্রকাশের সময় : ০৫:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নেশাগ্রস্ত হয়ে পড়ছে স্বামী-সন্তানরা, বাড়িতে বাড়িতে অশান্তি। আর এর জন্য দায়ী মদ। তেমনটাই দাবি করে স্থানীয় মদের দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালেন গ্রামের নারীর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগরা জেলার মহুয়া গ্রামে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিরাওলি এলাকায় আগ্রা-জয়পুর জাতীয় সড়কের ধারে মহুয়া গ্রামের একটি মদের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল স্থানীয় নারীদের মাঝে। তাদের অভিযোগ, দোকানটির কারণে সহজেই মদ হাতে পেয়ে যাচ্ছেন তাদের স্বামী এবং সন্তানরা। এর কারণে অশান্তি বাড়ছে সংসারে।
 
স্থানীয় নারীরা বলছেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এর পরেই বিষয়টি নিজেদের হাতে তুলে নেন তারা। বুধবার (১৭ ডিসেম্বর) লাঠি হাতে দোকানের সামনে জড়ো হন নারীরা। এর পর মদের দোকানে ঢুকে ভাঙচুর চালান। 
জানা গেছে, ওই ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়। পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দোকানের কাছের সিসি ক্যামেরা খতিয়ে দেখে ভাঙচুরের সঙ্গে যুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
 
মদের দোকান ভাঙচুরের ঘটনার ভিডিওটি পোস্ট করা হয়েছে মাজহার খান নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে। ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। ভিডিওটি দেখে বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সূত্র: আনন্দবাজার