
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দিতে অবৈধ ভাবে ঘর উত্তোলনের দায়ে এককে ব্যক্তির অর্থ দন্ড দিয়েছে মোবাইল কোর্ট পাশাপাশি নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার জামালপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন বলেন একটি সূত্রে জানতে পারি জামালপুর এর আলোকদিয়াতে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ২ নং খতিয়ান ভুক্ত ১২২৮ নং দাগের জমিতে অবৈধভাবে ঘর উত্তোলন ও গাছ কর্তন করছে শরিফুল বিশ্বাস নামে একব্যক্তি। তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে শরিফুল বিশ্বাস কে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৮৯(২) ধারা মোতাবেক ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড করা সহ অবৈধ ঘরটি ভেঙে ফেলা হয় এবং টিন,বাঁশ, কাঠ,খুঁটি, কাটা গাছের কাঠ জব্দ করা হয়। সরঞ্জামগুল বিধি মোতাবেক নিলাম করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সরকারি সম্পদ রক্ষার্থে এধরনের অভিযান নিয়মিত চলবে।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































