রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি অ্যালেক্সা

ছবি-সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সা এখন অনেক ঘরের নিত্যসঙ্গী। গান চালানো, টাইমার সেট করা, আবহাওয়ার খবর জানা- এসব কাজেই সীমাবদ্ধ নয় তার ব্যবহার। অনেক ব্যবহারকারী অ্যালেক্সাকে প্রশ্ন করেন নানা কৌতূহল থেকে। কখনো জ্ঞান জানতে। কখনো বিনোদনের খোঁজে। ২০২৫ সালে অ্যালেক্সাকে করা প্রশ্নগুলোর একটি তালিকা প্রকাশ করেছে অ্যামাজন। তাতে উঠে এসেছে মানুষের কৌতূহল, আগ্রহ আর দৈনন্দিন প্রয়োজনের চিত্র।

সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি ছিল— ‘এআই বলতে কী বোঝায়?’ বিষয়টি কিছুটা বিস্ময়করও। কারণ প্রশ্নটি করা হয়েছে এক এআই সহকারীকেই। যুক্তরাজ্য, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে এই প্রশ্ন ছিল শীর্ষে।

সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নও কম নয়। যেমন— ডিম কতক্ষণ পোচ করতে হয়? পৃথিবীর ব্যাস কত? কীভাবে দ্রুত ঘুমানো যায়? রুবিকস কিউব সমাধান করার উপায় কী?

তারকাদের নিয়েও আগ্রহের শেষ নেই। যুক্তরাজ্যের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। এরপর ছিলেন টেলর সুইফট ও ইলন মাস্ক। তাদের সম্পদ, উচ্চতা, ব্যক্তিগত জীবন— সবই জানতে চাওয়া হয়েছে।

উচ্চতা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজকে নিয়ে। তার পরেই ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার ক্রাউচ।

সম্পদের ক্ষেত্রে শীর্ষে ছিলেন ইলন মাস্ক। অনেকেই জানতে চেয়েছেন তার মোট সম্পদের পরিমাণ। এরপর ছিলেন ইউটিউবার মিস্টার বিস্ট এবং টেলর সুইফট। জীবনসঙ্গী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে গায়ক এড শিরানকে নিয়ে। এরপর রড স্টুয়ার্ট।

সংগীতের ক্ষেত্রেও অ্যালেক্সার ব্যবহার ছিল ব্যাপক। ২০২৫ সালে অ্যালেক্সার মাধ্যমে সবচেয়ে বেশি শোনা শিল্পী ছিলেন টেলর সুইফট। এরপর ছিলেন ব্রুনো মার্স। তার ‘এপিটি’ গানটি ছিল সবচেয়ে বেশি বাজানো গান। গানটি গেয়েছেন ব্ল্যাকপিংকের সদস্য রোজের সঙ্গে।

নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ কেপপ ডেমন হান্টার্স ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের তিনটি গান ছিল সবচেয়ে বেশি বাজানো শীর্ষ ১০ গানের তালিকায়। সিরিজটির সাউন্ডট্র্যাক ছিল সবচেয়ে বেশি শোনা অ্যালবাম।

অস্ট্রেলিয়াতেও চিত্র প্রায় একই। সেখানে সবচেয়ে বেশি শোনা গান ছিল ‘এপিটি’। শীর্ষ ১০ গানের ছয়টিই ছিল কেপপ ডেমন হান্টার্স থেকে। অস্ট্রেলিয়ানরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন সাব্রিনা কার্পেন্টারের উচ্চতা এবং স্ট্রেঞ্জার থিংস তারকা ফিন উলফহার্ডের বৈবাহিক অবস্থা সম্পর্কে।

আয়ারল্যান্ডে জনপ্রিয় প্রশ্নগুলোর মধ্যে ছিল— বিটকয়েনের বর্তমান মূল্য কত? ডোনাল্ড ট্রাম্পের বয়স কত? সেখানে সবচেয়ে বেশি কৌতূহল ছিল রোনালদো, সুইফট ও লিওনেল মেসিকে নিয়ে।

সব মিলিয়ে, অ্যালেক্সাকে করা প্রশ্নগুলো দেখাচ্ছে মানুষের কৌতূহলের বিস্তৃত পরিসর। প্রযুক্তি, বিনোদন, জ্ঞান আর দৈনন্দিন জীবনের নানা প্রশ্নে অ্যালেক্সা হয়ে উঠেছে নির্ভরতার জায়গা। ২০২৫ সালেও সেই প্রবণতা বদলায়নি।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি অ্যালেক্সা

প্রকাশের সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সা এখন অনেক ঘরের নিত্যসঙ্গী। গান চালানো, টাইমার সেট করা, আবহাওয়ার খবর জানা- এসব কাজেই সীমাবদ্ধ নয় তার ব্যবহার। অনেক ব্যবহারকারী অ্যালেক্সাকে প্রশ্ন করেন নানা কৌতূহল থেকে। কখনো জ্ঞান জানতে। কখনো বিনোদনের খোঁজে। ২০২৫ সালে অ্যালেক্সাকে করা প্রশ্নগুলোর একটি তালিকা প্রকাশ করেছে অ্যামাজন। তাতে উঠে এসেছে মানুষের কৌতূহল, আগ্রহ আর দৈনন্দিন প্রয়োজনের চিত্র।

সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি ছিল— ‘এআই বলতে কী বোঝায়?’ বিষয়টি কিছুটা বিস্ময়করও। কারণ প্রশ্নটি করা হয়েছে এক এআই সহকারীকেই। যুক্তরাজ্য, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে এই প্রশ্ন ছিল শীর্ষে।

সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নও কম নয়। যেমন— ডিম কতক্ষণ পোচ করতে হয়? পৃথিবীর ব্যাস কত? কীভাবে দ্রুত ঘুমানো যায়? রুবিকস কিউব সমাধান করার উপায় কী?

তারকাদের নিয়েও আগ্রহের শেষ নেই। যুক্তরাজ্যের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। এরপর ছিলেন টেলর সুইফট ও ইলন মাস্ক। তাদের সম্পদ, উচ্চতা, ব্যক্তিগত জীবন— সবই জানতে চাওয়া হয়েছে।

উচ্চতা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজকে নিয়ে। তার পরেই ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার ক্রাউচ।

সম্পদের ক্ষেত্রে শীর্ষে ছিলেন ইলন মাস্ক। অনেকেই জানতে চেয়েছেন তার মোট সম্পদের পরিমাণ। এরপর ছিলেন ইউটিউবার মিস্টার বিস্ট এবং টেলর সুইফট। জীবনসঙ্গী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে গায়ক এড শিরানকে নিয়ে। এরপর রড স্টুয়ার্ট।

সংগীতের ক্ষেত্রেও অ্যালেক্সার ব্যবহার ছিল ব্যাপক। ২০২৫ সালে অ্যালেক্সার মাধ্যমে সবচেয়ে বেশি শোনা শিল্পী ছিলেন টেলর সুইফট। এরপর ছিলেন ব্রুনো মার্স। তার ‘এপিটি’ গানটি ছিল সবচেয়ে বেশি বাজানো গান। গানটি গেয়েছেন ব্ল্যাকপিংকের সদস্য রোজের সঙ্গে।

নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ কেপপ ডেমন হান্টার্স ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের তিনটি গান ছিল সবচেয়ে বেশি বাজানো শীর্ষ ১০ গানের তালিকায়। সিরিজটির সাউন্ডট্র্যাক ছিল সবচেয়ে বেশি শোনা অ্যালবাম।

অস্ট্রেলিয়াতেও চিত্র প্রায় একই। সেখানে সবচেয়ে বেশি শোনা গান ছিল ‘এপিটি’। শীর্ষ ১০ গানের ছয়টিই ছিল কেপপ ডেমন হান্টার্স থেকে। অস্ট্রেলিয়ানরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন সাব্রিনা কার্পেন্টারের উচ্চতা এবং স্ট্রেঞ্জার থিংস তারকা ফিন উলফহার্ডের বৈবাহিক অবস্থা সম্পর্কে।

আয়ারল্যান্ডে জনপ্রিয় প্রশ্নগুলোর মধ্যে ছিল— বিটকয়েনের বর্তমান মূল্য কত? ডোনাল্ড ট্রাম্পের বয়স কত? সেখানে সবচেয়ে বেশি কৌতূহল ছিল রোনালদো, সুইফট ও লিওনেল মেসিকে নিয়ে।

সব মিলিয়ে, অ্যালেক্সাকে করা প্রশ্নগুলো দেখাচ্ছে মানুষের কৌতূহলের বিস্তৃত পরিসর। প্রযুক্তি, বিনোদন, জ্ঞান আর দৈনন্দিন জীবনের নানা প্রশ্নে অ্যালেক্সা হয়ে উঠেছে নির্ভরতার জায়গা। ২০২৫ সালেও সেই প্রবণতা বদলায়নি।