
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-২, মৌলভীবাজার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি এয়ারগান ও ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে।
গত শুক্রবার (১৯শে ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছের বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। পরে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 






































