
যশোর অফিস
“পোল্ট্রি খামারীদের বিশ্বস্ত ফিড, সম্পূর্ণ হালাল প্রক্রিয়ায় উৎপাদিত এন্টিবায়োটিক ও হরমোন মুক্ত নিরাপদ ফিড ” ।”আফতাব ফিড মাছকে দিলে অর্থ ও পুষ্টি দুই -ই মিলে ” এরকম স্লোগানের মধ্য দিয়ে ২০ ডিসেম্বর শনিবার যশোরের অভিজাত হোটেল ওরিয়নে আফতাব রিজিওনাল মিট’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । এতে খুলনা বিভাগের কয়েকটি জেলার ডিলার ও খামারিরা অংশগ্রহণ করে ।
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল অ্যান্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড
সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মাহাবুবুর রহমান সরকার বলেন, আপনার সন্তানকে যে পোল্টির মাংস খাওয়াচ্ছেন উৎপাদিত ওই পোল্টির মাংস সেভ কিনা? তাতে কোন এন্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে কিনা যাচাই বাছাই করতে হবে । আমরা পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ব্যবসা করি ।
দেশের প্রাণিসম্পদ শিল্পে গুণগত মানের নিশ্চয়তা প্রদানের অঙ্গীকার আফতাব ফিড অঙ্গীকারবদ্ধ । তাঁর বক্তব্যে তিনি স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা প্রদান এবং এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন। তিনি বলেন, “আফতাব শুধু ফিড বিক্রি করে না, আমরা আমাদের ব্যবসায়িক সহযোগী এবং খামারিদের সাথে মিলে একটি নির্ভরতার দৃঢ় বন্ধন, সাফল্যের সোপান তৈরি করতে চাই। নিরাপদ ফিডের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানের সূচনা হয় অপারেশনস বিভাগের দাউদ হেলাল ফাহিম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি আফতাবের গুণগত মানের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ব্যবসায়িক সহযোগীদের ধন্যবাদ জানান। এই কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নিউট্রিশনিস্ট আবু সাইয়েদ আকাশ, খুলনার রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) মো: আবদুল মাজিদ সহ খুলনা সেলস টীম এবং ভেটেরিনারি বিশেষজ্ঞ দল। তাঁরা খামারিদের শীতকালীন সংক্রমণ ও ধকল প্রতিরোধের বিষয়ে পরামর্শ দেন এবং উন্নত খামার ব্যবস্থাপনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় পরিবেশক ও খামারিরা আফতাবের নিরাপদ ফিড ব্যবহারের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই ধরনের আঞ্চলিক মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী সরবরাহ এবং গুণগত মানের নিশ্চয়তা প্রদান করে সম্মিলিত প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
আফতাব পরিবার যশোর অঞ্চলের সকল ব্যবসায়িক সহযোগীদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও দৃঢ়ভাবে একসাথে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে।
যশোর অফিস 






































