
যশোর অফিস
যশোরের রাজনীতিতে আলোকিত মুখ, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে পরলোকগমন করেন।
ছাত্রজীবন থেকেই অশোক কুমার রায় রাজনীতির সাথে যুক্ত হন। ছিলেন অবিভক্ত ছাত্রলীগের জেলার প্রচার সম্পাদক। পরে জাসদ প্রতিষ্ঠার সময়ে যোগ দেন দলে। ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত।
ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সাথে সুসম্পর্কের জন্যে তিনি ছিলেন অনন্য। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তার মৃত্যু সংবাদে জেলা জাসদ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে বেজপাড়ায় তার বাসভবনে ছুটে যান।
বেলা সাড়ে ১১টায় বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তার কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশশ্মানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
যশোর অফিস 






































