
যশোর অফিস
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যায় যশোরে বিক্ষোভ,প্রতিবাদ ও দোয়া অব্যাহত রয়েছে। শনিবার জোহর নামাজের পর ঈদগাহ ময়দানে যশোরের সর্বস্তরের ছাত্র-জনতা ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যরা বক্তব্য রাখেন। বিকেল সাড়ে ৩ টায় একই স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করে জেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রায় একই সময়ে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ‘প্রাচ্যসংঘ’ যশোর। সমাবেশে বক্তব্য রাখেন প্রাচ্যসংঘ প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজীন খান। বিকেল সাড়ে ৪ টায় চৌরাস্তা জামে মসজিদের পাশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয় ‘মুক্তি মঞ্চ’ ব্যানারে। সমাবেশে অ্যাডভোকেট রুহিন বালুজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
যশোর অফিস 






































