মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মানবপাচারের অভিযোগে একজন আটক

অবৈধপথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনা: উল্লাপাড়ার যুবক নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিখোঁজ যুবকের নাম রাকিবুল ইসলাম স্বাধীন (২২)। তিনি উল্লাপাড়া উপজেলার ভুতগাছা গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদের ছেলে। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নিখোঁজ যুবককে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম নামের এক ব্যক্তিকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি মানবপাচার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় শতাধিক মানুষের সঙ্গে একটি ট্রলারে করে ইতালির উদ্দেশে রওনা দেন স্বাধীন। যাত্রাপথে সাগরে ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে এবং অনেক যাত্রী সাগরে নিখোঁজ হন। ওই ঘটনার পর থেকেই রাকিবুল ইসলাম স্বাধীনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ যুবকের পরিবার জানায়, তাকে বিদেশে পাঠাতে জমি বন্ধক এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রথমে তাকে ভারতের চেন্নাই নিয়ে যান। পরে দুবাই, মিশর ও শ্রীলঙ্কা হয়ে সর্বশেষ লিবিয়ায় নেওয়া হয়।
স্বাধীনের সঙ্গে যাওয়া অপর এক ব্যক্তি সম্প্রতি দেশে ফিরে এসে পরিবারের কাছে জানান, যাত্রার কিছুদিন পরই তাদের বহনকারী ট্রলারটি দুর্ঘটনার শিকার হয় এবং এরপর স্বাধীন নিখোঁজ হন।
এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

মানবপাচারের অভিযোগে একজন আটক

অবৈধপথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনা: উল্লাপাড়ার যুবক নিখোঁজ

প্রকাশের সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিখোঁজ যুবকের নাম রাকিবুল ইসলাম স্বাধীন (২২)। তিনি উল্লাপাড়া উপজেলার ভুতগাছা গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদের ছেলে। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নিখোঁজ যুবককে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম নামের এক ব্যক্তিকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি মানবপাচার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় শতাধিক মানুষের সঙ্গে একটি ট্রলারে করে ইতালির উদ্দেশে রওনা দেন স্বাধীন। যাত্রাপথে সাগরে ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে এবং অনেক যাত্রী সাগরে নিখোঁজ হন। ওই ঘটনার পর থেকেই রাকিবুল ইসলাম স্বাধীনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ যুবকের পরিবার জানায়, তাকে বিদেশে পাঠাতে জমি বন্ধক এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রথমে তাকে ভারতের চেন্নাই নিয়ে যান। পরে দুবাই, মিশর ও শ্রীলঙ্কা হয়ে সর্বশেষ লিবিয়ায় নেওয়া হয়।
স্বাধীনের সঙ্গে যাওয়া অপর এক ব্যক্তি সম্প্রতি দেশে ফিরে এসে পরিবারের কাছে জানান, যাত্রার কিছুদিন পরই তাদের বহনকারী ট্রলারটি দুর্ঘটনার শিকার হয় এবং এরপর স্বাধীন নিখোঁজ হন।
এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।