
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
রবিবার (২১ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা জানান, প্রফেসর ডক্টর এম এ মুহিত একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, বিএনপির প্রার্থী হিসেবে তিনি এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখবেন।
এ সময় নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করবেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































