
মেহেদী হাসান, রাজবাড়ী:
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।
সকালে ঢাকার সেনানিবাসে জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে নিহত সৈনিকের মরদেহ রাজবাড়ীতে আনা হয়। দুপুর পৌনে ২টার দিকে কালুখালী মিনি স্টেডিয়াম এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ পান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। নিহতের শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের আলমগীর ফকিরের ছেলে ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দেড় বছর আগে তাঁর বিয়ে হয়, তবে কোনো সন্তান নেই। জানা গেছে, শামীম রেজা ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। চলতি বছরের ৭ই নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান। দায়িত্ব পালনকালে গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে একটি ড্রোন হামলায় তিনি নিহত হন।
এলাকার বীর সন্তানকে একনজর দেখতে এদিন তাঁর বাড়ি ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।
মেহেদী হাসান, রাজবাড়ী: 






































