সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছার নাভারণে গরিব-দুস্থদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

মাজাহারুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি

‘ইসলামপুর বন্ধু কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঝরণা ক্লিনিকের সহযোগিতায় দিনব্যাপী যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার নাভারণ পুরাতন বাজারে সকাল থেকে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসলামপুর,ঢাকাপাড়া, কুন্দিপুর, বাইশা, চান্দেরপোল, গোডাউন, কলাগাছিসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় ৩ শতাধিক গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখেছেন তারা হলেন- ডাঃ রাসেল বাবু: এমবিবিএস, সিসিজিপি, পিজিটি (মেডিসিন এন্ড অর্থোপেডিক্স), এফসিপিএস-এফপি। তিনি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)-এর একজন অভিজ্ঞ চিকিৎসক। তিনি বাত ব্যথা, গিরা ব্যথা, প্যারালাইসিস, স্নায়ু ও স্পাইন রিহ্যাব বিষয়ে রোগীদের চিকিৎসা প্রদান করেন। ডাঃ সোনিয়া আক্তার: এমবিবিএস (আরইউ), পিজিটি (গাইনী এন্ড সিএমইউ), ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)। তিনি স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় বিশেষ অভিজ্ঞ। এছাড়াও সেবা প্রদান করেন ডাঃ নূর জাহান (মুক্তি)।

চিকিৎসকরা অত্যন্ত যত্ন সহকারে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ক্যাম্প শেষে চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামপুর বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

সংগঠনের নেতৃবৃন্দ  বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

ঝিকরগাছার নাভারণে গরিব-দুস্থদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

মাজাহারুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি

‘ইসলামপুর বন্ধু কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঝরণা ক্লিনিকের সহযোগিতায় দিনব্যাপী যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার নাভারণ পুরাতন বাজারে সকাল থেকে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসলামপুর,ঢাকাপাড়া, কুন্দিপুর, বাইশা, চান্দেরপোল, গোডাউন, কলাগাছিসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় ৩ শতাধিক গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখেছেন তারা হলেন- ডাঃ রাসেল বাবু: এমবিবিএস, সিসিজিপি, পিজিটি (মেডিসিন এন্ড অর্থোপেডিক্স), এফসিপিএস-এফপি। তিনি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)-এর একজন অভিজ্ঞ চিকিৎসক। তিনি বাত ব্যথা, গিরা ব্যথা, প্যারালাইসিস, স্নায়ু ও স্পাইন রিহ্যাব বিষয়ে রোগীদের চিকিৎসা প্রদান করেন। ডাঃ সোনিয়া আক্তার: এমবিবিএস (আরইউ), পিজিটি (গাইনী এন্ড সিএমইউ), ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)। তিনি স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় বিশেষ অভিজ্ঞ। এছাড়াও সেবা প্রদান করেন ডাঃ নূর জাহান (মুক্তি)।

চিকিৎসকরা অত্যন্ত যত্ন সহকারে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ক্যাম্প শেষে চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামপুর বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

সংগঠনের নেতৃবৃন্দ  বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।