
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ জনগণ এবং মনোনয়ন বঞ্চিত প্রার্থীর পক্ষের নেতাকর্মী ও সমর্থকেরা।
সোমবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিশাল মশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। এসময়ে নেতাকর্মীরা দাবি করেন দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অত্যাচার, জুলুম,জেল, রিমান্ড, মাথায় নিয়ে জননেতা এম এ সালাম বাগেরহাট জেলা বিএনপিকে আগলে রেখেছে। ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ২৪শের আন্দোলনের সময়ে জেলে আটকে রেখে তার উপর অত্যাচার নির্যাতন করেছে।আজ বাগেরহাটবাসী এম এ সালাম এর সেই ঋন পরিশোধ করতে চায়। অথচ দল তাকে নমিনেশন থেকে বঞ্চিত করেছে। আমরা বাগেরহাটের সাধারণ জনগণকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত দল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে নমিনেশন না দেয় ততক্ষন পর্যন্ত আমরা মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য বাগেরহাট-২ আসনের দীর্ঘ দেড় যুগের পরিক্ষীত ও জনপ্রিয় বিএনপি নেতা এম এ সালামকে বাদ দিয়ে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে বলে তার ফেসবুক আইডিতে প্রচার করেছেন। এর পর থেকেই বাগেরহাটের রাজনৈতিক অংগন উত্তপ্ত হয়ে ওঠে।
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 






































