বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির বিশাল আনন্দ মিছিল

আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে যশেরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীরা তারেক জিয়ার ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেষ্টুন নিয়ে এই মিছিলে অংশ নেয়।

এসময় তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় শার্শা বাজার।  আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শার্শার বাজার প্রদক্ষিণ করে ফের উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে  বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খয়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন-  আগামী ২৫ তারিখ প্রিয় নেতা তারেক রহমানকে বরন করতে আমরা শার্শা থেকে কয়েক হাজার নেতাকর্মী আগামীকাল বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো।

জনপ্রিয়

তারেক রহমান মঞ্চে একাই বক্তব্য রাখবেন

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির বিশাল আনন্দ মিছিল

প্রকাশের সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে যশেরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীরা তারেক জিয়ার ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেষ্টুন নিয়ে এই মিছিলে অংশ নেয়।

এসময় তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় শার্শা বাজার।  আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শার্শার বাজার প্রদক্ষিণ করে ফের উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে  বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খয়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন-  আগামী ২৫ তারিখ প্রিয় নেতা তারেক রহমানকে বরন করতে আমরা শার্শা থেকে কয়েক হাজার নেতাকর্মী আগামীকাল বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো।