
ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা বাসাবাড়ির মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গার কয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা টের পেয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বাসাবাড়ির মালামালবোঝাই একটি ট্রাক। ট্রাকটি কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করেই মালামালে আগুন ধরে যায়।
এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দেন। চালক তাৎক্ষণিক ট্রাকটি থামান। পরে স্থানীয়দের সহায়তায় মহাসড়কের পাশে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও ট্রাকটি পরিদর্শন করা হয়েছে। আগুনে ট্রাকে থাকা বেশ কিছু মালামাল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
ট্রাকে থাকা আইপিএস এর ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেস্ক রিপোর্ট 






































