শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আকাশ গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আজমির হোসেন আকাশ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তেজগাঁও থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে দ্য ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আজমির হোসেন আকাশ সরাসরি জড়িত ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, তিনটি কেবল, একটি সুইচ অ্যাডাপ্টার ও একটি মাউস উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিলসহ দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়। তারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগান দিতে থাকে এবং রাত সাড়ে ১২টার দিকে ভবনের স্টিল গেট ও কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে এবং বিভিন্ন তলায় অগ্নিসংযোগ করে। এ সময় তারা ভবনে কর্মরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় থাকা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। পাশাপাশি একাধিক লকারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুটের অভিযোগও রয়েছে।

ঘটনার পরদিন ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় আজমির হোসেন আকাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাব আরও জানায়, হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আকাশ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আজমির হোসেন আকাশ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তেজগাঁও থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে দ্য ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আজমির হোসেন আকাশ সরাসরি জড়িত ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, তিনটি কেবল, একটি সুইচ অ্যাডাপ্টার ও একটি মাউস উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিলসহ দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়। তারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগান দিতে থাকে এবং রাত সাড়ে ১২টার দিকে ভবনের স্টিল গেট ও কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে এবং বিভিন্ন তলায় অগ্নিসংযোগ করে। এ সময় তারা ভবনে কর্মরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় থাকা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। পাশাপাশি একাধিক লকারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুটের অভিযোগও রয়েছে।

ঘটনার পরদিন ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় আজমির হোসেন আকাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাব আরও জানায়, হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।