
বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে দীর্ঘ দেড় বছর আগে ভারতে গিয়ে কয়েকদিন পর পাসপোর্ট হারিয়ে যায় রোনাল বড়ূয়ার (৩৫)। পরে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে ওই যুবককে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। তিনি চট্টগ্রাম জেলার সুখবিলাস থানার ভগবানপুর উত্তর পাদুয়া এলাকার নেপাল বড়ূয়ার ছেলে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
রোনাল বড়ূয়া জানান, তিনি পাসপোর্ট ভিসা নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ভারতের বিহার রাজ্যের বেড়াতে যান। সেখানে তার বৈধ পাসপোর্টটি হারিয়ে যায়। অনেক খোঁজখবর করে না পেয়ে তিনি সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে বিহার থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত অবৈধভাবে ভারতে অবস্থান করার অপরাধে তাকে দেড় বছরের সাজা দেয়। সাজা শেষে তিনি আজ দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, বৈধ পাসপোর্ট ভিসা হারানো যুবককে দেড় বছর পর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি এনজিও সংস্থার মাধ্যমে নিজ পরিবারের কাছে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার 






































