বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের মানববন্ধন  

মেহেদী হাসান, রাজবাড়ী 
ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে  উঠেছে রাজবাড়ী সদর উপজেলা ইতালি প্রবাসী মোফাজ্জল এর বিরুদ্ধে।  ঘটনার বিচার চেয়ে বুধবার দুপুরে তার বাড়ির সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এবং তাদের আত্মীয় স্বজনরা।
অভিযুক্ত মোফাজ্জেল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ছোরাপ সদ্দারের ছেলে।
মানববন্ধনে ভুক্তভোগীরা  জানান, মোফাজ্জেল দীর্ঘদিন ইতালিতে বসবাস করে আসছেন। সারা দেশে তার চক্র রয়েছে। চক্রের বেশ কয়েকজন সদস্য সারা দেশ থেকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। ইতালি নিতে না পেরে বিভিন্ন ব্যক্তিতে কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা হাতিয়ে নেন।
অর্থ হাতিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি করেন বক্তারা।মো
কুমিল্লা থেকে মানববন্ধনে আসেন মিরাজ শেখ (৩৫)। তিনি বলেন, মোফাজ্জেল ইতালি নেওয়ার কথা বলে আমার কাছ থেকে গত বছর ৪২ লাখ টাকা নিয়েছেন।
তিনি আমাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছেন। অনেক অনুরোধ করার পর আমাকে ২২ লাখ টাকা ফেরৎ দিয়েছেন। বাকি টাকার জন্য মানববন্ধনে আসছি।
মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাজু শেখ বলেন, মোফাজ্জেল বেশ কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা বলে টাকা নিয়েছেন এমন অভিযোগ শুনেছি। কয়েকদিন আগে রাজবাড়ীর সেনা ক্যাম্পে একটি অভিযোগের প্রেক্ষিতে আমরা মোফাজ্জেলের বিষয় নিয়ে বসেছিলাম।
সেখানে অভিযোগকারীর টাকা মোফাজ্জেল ফেরৎ দেবেন বলে সিধান্ত হয়েছিল। আজ বুধবার দেখলাম তার বাড়ির সামনে শত শত মানুষ মানববন্ধন করছেন।
মানববন্ধনের সময় বাড়িতেই অবস্থান করেন মোফাজ্জেলের বাবা ছোরাপ সরদারসহ পরিবারের অন্য সদস্যরা। মোফাজ্জেলের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনাস্থল থেকে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক মো. রুস্তম বলেন, প্রবাসে চাকরির কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ শুনে আমরা ঘটনাস্থলে আসছি। মানববন্ধনে আসা ব্যক্তিতের কথা আমরা শুনেছি। তাদের আমরা আইনগত পরামর্শ দিয়েছি।
জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের মানববন্ধন  

প্রকাশের সময় : ০৯:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী 
ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে  উঠেছে রাজবাড়ী সদর উপজেলা ইতালি প্রবাসী মোফাজ্জল এর বিরুদ্ধে।  ঘটনার বিচার চেয়ে বুধবার দুপুরে তার বাড়ির সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এবং তাদের আত্মীয় স্বজনরা।
অভিযুক্ত মোফাজ্জেল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ছোরাপ সদ্দারের ছেলে।
মানববন্ধনে ভুক্তভোগীরা  জানান, মোফাজ্জেল দীর্ঘদিন ইতালিতে বসবাস করে আসছেন। সারা দেশে তার চক্র রয়েছে। চক্রের বেশ কয়েকজন সদস্য সারা দেশ থেকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। ইতালি নিতে না পেরে বিভিন্ন ব্যক্তিতে কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা হাতিয়ে নেন।
অর্থ হাতিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি করেন বক্তারা।মো
কুমিল্লা থেকে মানববন্ধনে আসেন মিরাজ শেখ (৩৫)। তিনি বলেন, মোফাজ্জেল ইতালি নেওয়ার কথা বলে আমার কাছ থেকে গত বছর ৪২ লাখ টাকা নিয়েছেন।
তিনি আমাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছেন। অনেক অনুরোধ করার পর আমাকে ২২ লাখ টাকা ফেরৎ দিয়েছেন। বাকি টাকার জন্য মানববন্ধনে আসছি।
মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাজু শেখ বলেন, মোফাজ্জেল বেশ কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা বলে টাকা নিয়েছেন এমন অভিযোগ শুনেছি। কয়েকদিন আগে রাজবাড়ীর সেনা ক্যাম্পে একটি অভিযোগের প্রেক্ষিতে আমরা মোফাজ্জেলের বিষয় নিয়ে বসেছিলাম।
সেখানে অভিযোগকারীর টাকা মোফাজ্জেল ফেরৎ দেবেন বলে সিধান্ত হয়েছিল। আজ বুধবার দেখলাম তার বাড়ির সামনে শত শত মানুষ মানববন্ধন করছেন।
মানববন্ধনের সময় বাড়িতেই অবস্থান করেন মোফাজ্জেলের বাবা ছোরাপ সরদারসহ পরিবারের অন্য সদস্যরা। মোফাজ্জেলের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনাস্থল থেকে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক মো. রুস্তম বলেন, প্রবাসে চাকরির কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ শুনে আমরা ঘটনাস্থলে আসছি। মানববন্ধনে আসা ব্যক্তিতের কথা আমরা শুনেছি। তাদের আমরা আইনগত পরামর্শ দিয়েছি।