
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন।বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।
ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন।
এদিকে বড়দিন উপলক্ষে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।
ঢাকার চীনা দূতাবাস বড়দিনের বার্তায় বলেছে, শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বানে গড়ে উঠুক এক সুন্দর পৃথিবী।
শুভ বড়দিন!
বার্তাকণ্ঠ ডেস্ক 






































