শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পরিবহনের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় একটি ট্রাক থেকে সাতটি ঘোড়া জবাই করা মাংসের সাতটি বস্তা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ি পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাকচালক মো. তারেক মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যমুনা নদীর চরাঞ্চলে ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় সরবরাহ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রাকচালক মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধার করা মাংসগুলো পরে বিধি অনুযায়ী মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং কাজিপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম

সিরাজগঞ্জে ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে আটক ২

প্রকাশের সময় : ০২:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পরিবহনের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় একটি ট্রাক থেকে সাতটি ঘোড়া জবাই করা মাংসের সাতটি বস্তা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ি পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাকচালক মো. তারেক মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যমুনা নদীর চরাঞ্চলে ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় সরবরাহ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রাকচালক মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধার করা মাংসগুলো পরে বিধি অনুযায়ী মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং কাজিপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।