সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নির্বাচন প্রস্তুতিতে ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, কেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গত ২২ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে আগাম স্থাপিত ব্যানার ও ফেস্টুন অপসারণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোটারদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি উপজেলায় প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক, অবহিতকরণ সভা ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলা তথ্য অফিসের মাধ্যমে সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে জেলা পুলিশ ভোটকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সব কেন্দ্র পরিদর্শন করছে। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি যাচাই করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৫৬ হাজার ৪১৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৪০৫ জন এবং হিজড়া ভোটার ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯২৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ১৯৫টি। এছাড়া দুইটি অস্থায়ী ভোটকেন্দ্রে মোট ৩৭২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

সিরাজগঞ্জে নির্বাচন প্রস্তুতিতে ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, কেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও পুলিশ

প্রকাশের সময় : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গত ২২ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে আগাম স্থাপিত ব্যানার ও ফেস্টুন অপসারণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোটারদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি উপজেলায় প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক, অবহিতকরণ সভা ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলা তথ্য অফিসের মাধ্যমে সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে জেলা পুলিশ ভোটকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সব কেন্দ্র পরিদর্শন করছে। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি যাচাই করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৫৬ হাজার ৪১৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৪০৫ জন এবং হিজড়া ভোটার ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯২৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ১৯৫টি। এছাড়া দুইটি অস্থায়ী ভোটকেন্দ্রে মোট ৩৭২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।