
সিরাজগঞ্জ প্রতিনিধি:
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং সিপিএসসি, বগুড়ার যৌথ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি একটি পরিবারের ওপর হামলা চালায়। এতে সাব্বির হোসেন গুরুতর আহত হন এবং বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে মো. ওয়াজ আলীকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরবর্তীতে অধিনায়ক র্যাব-১২ গত ২৬ ডিসেম্বর ২০২৫ রাত ২টা ২০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানাধীন উত্তর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াজ আলী (পিতা–মৃত মোকছেদ শেখ), সাং–পোতাজিয়া, থানা–শাহজাদপুর, জেলা–সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 







































