
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আমতলা এলাকায় অনুমতি ছাড়া অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) আমতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি, রাজবাড়ী। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় তিনটি মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ১. হাসান মোল্যা,
২. রাসেল সেখ, ৩. তৌহিদ বিশ্বাস। তারা সকলেই বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত তিন মামলায় সর্বমোট ২০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন বলেন, কেউ ইচ্ছামতো যত্রতত্র মাটি কাটতে পারবেন না। অবশ্যই অনুমতি নিতে হবে অন্যথায় আইনের আওতায় আনা হবে।
রাজবাড়ী প্রতিনিধি: 







































