
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কে লাশবাহী একটি গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষের পর স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে লাশবাহী গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা–বগুড়া মহাসড়কের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে যানবাহন অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়। পুলিশ চালক ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































