মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভূইয়াগাতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।
জরিমানা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ১৮(২) ধারায় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভূইয়াগাতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।
জরিমানা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ১৮(২) ধারায় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।