রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অস্ত্রমামলায় সন্ত্রাসী ইমলাকের বিরুদ্ধে চার্জশিট

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৮
যশোর অফিস 
যশোর সদরের শালিয়াট গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন সম্প্রতি এই চার্জশিট দাখিল করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোতোয়ালি থানার এসআই আল-আমিন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের ফুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভ্যান থেকে সন্ত্রাসী ইমলাক হোসেনকে আটক করা হয়।
আটকের পর ইমলাকের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। আটক ইমলাক হোসেন শালিয়াট গ্রামের আলতার হোসেনের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় অভিযানকারী কর্মকর্তা এসআই আল-আমিন বাদী হয়ে ইমলাক হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইমলাক হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।
জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

যশোরে অস্ত্রমামলায় সন্ত্রাসী ইমলাকের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশের সময় : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোর সদরের শালিয়াট গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন সম্প্রতি এই চার্জশিট দাখিল করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোতোয়ালি থানার এসআই আল-আমিন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের ফুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভ্যান থেকে সন্ত্রাসী ইমলাক হোসেনকে আটক করা হয়।
আটকের পর ইমলাকের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। আটক ইমলাক হোসেন শালিয়াট গ্রামের আলতার হোসেনের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় অভিযানকারী কর্মকর্তা এসআই আল-আমিন বাদী হয়ে ইমলাক হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইমলাক হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।