শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র ও নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

যশোরে কিউট হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন এবং আব্দুস সাত্তার স্মৃতি সংসদ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন এবং রয়েল স্পোর্টিং ক্লাব রানার আপ হয়।
শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয় ঘোপ ক্রীড়া চক্র ও আব্দুস সাত্তার স্মৃতি সংসদ। এর আগে উভয় দলই শেষ পর্বে দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পাওয়ায় এই ম্যাচের ফলাফলের ওপর চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ঘোপ ক্রীড়া চক্র ৩২-২৫ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে ফয়সাল ১৪টি, রাসেল ৭টি, বিল্লাল ৬টি, আলিম ৩টি এবং ফারুক ও বোরহান ১টি করে গোল করেন। অপরদিকে আব্দুস সাত্তার স্মৃতি সংসদের হয়ে আজাদ ১১টি, আলী ৭টি, আসাদ ৪টি, সাব্বির ২টি ও বর্ণ ১টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক এরিক্সন পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ নিজেদের দুই ম্যাচেই জয়লাভ করে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষ খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব ১০-০ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে রানার আপ হয়। এ খেলায় রয়েলের পক্ষে অর্পিতা ৪টি, নাজনীন ৩টি, সাদিয়া ২টি ও ফারজানা ১টি গোল করেন। নারী বিভাগের রানার আপ দলের গোলরক্ষক মিথিলা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় কাজী জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু, প্রতিযোগিতার সদস্য সচিব হিমাদ্রিয়া সাহা মনি প্রমুখ।
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র ও নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

যশোরে কিউট হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশের সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন এবং আব্দুস সাত্তার স্মৃতি সংসদ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন এবং রয়েল স্পোর্টিং ক্লাব রানার আপ হয়।
শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয় ঘোপ ক্রীড়া চক্র ও আব্দুস সাত্তার স্মৃতি সংসদ। এর আগে উভয় দলই শেষ পর্বে দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পাওয়ায় এই ম্যাচের ফলাফলের ওপর চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ঘোপ ক্রীড়া চক্র ৩২-২৫ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে ফয়সাল ১৪টি, রাসেল ৭টি, বিল্লাল ৬টি, আলিম ৩টি এবং ফারুক ও বোরহান ১টি করে গোল করেন। অপরদিকে আব্দুস সাত্তার স্মৃতি সংসদের হয়ে আজাদ ১১টি, আলী ৭টি, আসাদ ৪টি, সাব্বির ২টি ও বর্ণ ১টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক এরিক্সন পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ নিজেদের দুই ম্যাচেই জয়লাভ করে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষ খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব ১০-০ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে রানার আপ হয়। এ খেলায় রয়েলের পক্ষে অর্পিতা ৪টি, নাজনীন ৩টি, সাদিয়া ২টি ও ফারজানা ১টি গোল করেন। নারী বিভাগের রানার আপ দলের গোলরক্ষক মিথিলা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় কাজী জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু, প্রতিযোগিতার সদস্য সচিব হিমাদ্রিয়া সাহা মনি প্রমুখ।