রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় ২ ভাই নিহত

প্রতীকী ছবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার(২৭শে ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগের মুহূর্তে উপজেলার দক্ষিণভাগের উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। কুয়েত প্রবাসী জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে দেশে ফিরেন। গুরুতর আহত ব্যক্তি মো. জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খাঁন জানান, রাত সাড়ে ৭টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহত দুজনের লাশ উদ্ধারের কার্যক্রম তদারকি করছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় ২ ভাই নিহত

প্রকাশের সময় : ০৯:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার(২৭শে ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগের মুহূর্তে উপজেলার দক্ষিণভাগের উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। কুয়েত প্রবাসী জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে দেশে ফিরেন। গুরুতর আহত ব্যক্তি মো. জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খাঁন জানান, রাত সাড়ে ৭টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহত দুজনের লাশ উদ্ধারের কার্যক্রম তদারকি করছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।