
যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ের কারণে গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এমন একটি সময় এটি হলো যখন ছুটির মৌসুম চলছে, ভ্রমণও করছে অনেক মানুষ। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
নিউইয়র্ক এলাকার প্রধান তিন বিমানবন্দর জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্ক লিবার্টি এবং লাগার্ডিয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এছাড়া বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টো শহরও এই পরিস্থিতির প্রভাব অনুভব করছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে গতকাল শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রাখে। নিউইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ২৩ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর জেরে জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ারলাইনস বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইনস যথাক্রমে ১৮০ ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসেরও প্রায় ১০০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিমানবন্দর যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত। তবে যদি যেতেই হয়, তাহলে আগে থেকেই পরিকল্পনা করুন, ধীরে চলুন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখুন। নিউ জার্সি ও কানেকটিকাটের গভর্নররাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
নিউইয়র্ক সিটির জন্য এটি চলতি মৌসুমের দ্বিতীয় বড় তুষারপাত। এর আগে ১৪ ডিসেম্বর শহরটি কয়েক ইঞ্চি বরফে ঢেকে গিয়েছিল। মেয়র এরিক অ্যাডামস শুক্রবার যারা গাড়ি চালিয়ে কাজে গিয়েছেন, তাদের আগেভাগে বের হওয়ার অথবা ফেরার পথে গণপরিবহন ব্যবহারের কথা বিবেচনা করতে বলেছেন।
সূত্র: বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক 






































