
যশোর অফিস
ঝিকরগাছার সোনালী ব্যাংকের কর্মকর্তা তানজিলা খাতুন তাঁর স্বামী চৌগাছা কৃষি ব্যাংকের কর্মকর্তা ইসমাইল হোসেনের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে আদালতে দ্বিতীয়বার মামলা করেছেন।
বাদী তানজিলা খাতুন অভিযোগ করেছেন,২০২৪ সালের ৫ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও তাঁর মা নানা ধরনের আর্থিক দাবি তোলেন।এক লাখ ৮৫ হাজার টাকা স্বর্ণালংকার ও আসবাবপত্র এবং মাসে ৫ হাজার টাকা ধার্য থাকলেও ইসমাইল হোসেন পরে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেয়ায় তিনি শারীরিক নির্যাতন শুরু করেন। গর্ভাবস্থায় তানজিলা ঝিকরগাছায় নিজস্ব বাসায় বসবাস করতে বাধ্য হন। ১০ এপ্রিল যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন, যা পরে মিমাংসা হয়।
কিছুদিনের মধ্যে আবারও ইসমাইল হোসেন ১০ লাখ টাকা যৌতুক ছাড়া সংসার না করার হুমকি দিয়ে নির্যাতন শুরু করেন।১৫ ডিসেম্বর রাতে যৌতুক ছাড়া সংসার না করার ঘোষণা দিয়ে চলে যান। ফলে তানজিলা দ্বিতীয়বার আদালতে মামলা দায়ের করেন।
যশোর অফিস 



















