
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল (৩২) নিখোঁজের দুই দিন পর যশোর ডিবি পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছেন। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাসেল যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা থেকে শ্বশুরবাড়ি যশোর সদরের ভেকটুিয়ায় আসার পথে তিনি নিখোঁজ হন।
পরবর্তীতে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে যশোর ডিবি পুলিশের অভিযানে কেশবপুর সাগড়দাড়ী রোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর অফিস 






































