মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নতুন পরিচালক নুরুল করিম চৌধুরী 

কুবি প্রতিনিধি 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। এর আগে তিনি উক্ত দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার ( ২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কর্মকর্তা নিয়োগ বাছাইবোর্ডের সুপারিশ এবং গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৮ (একশত আট) তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে তাকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ প্রদান করা হয়।
এ বিষয়ে মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা হিসাবে আমি গর্বিত। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়কে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শাখা হিসাবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ভারমুক্ত হয়ে আমি আরও বেশি আত্মবিশ্বাসী, বিচক্ষণতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে পারব ইন শা আল্লাহ।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ তিনি আগে ভারপ্রাপ্ত ছিলেন, এখন সার্কোলারের মাধ্যমে ভাইভা বোর্ডের সুপারিশ ক্রমে নতুন করে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।’
উল্লেখ্য, তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে  ৯ অক্টোবর ২০১৮ থেকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বে ছিলেন।
জনপ্রিয়

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে

কুবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নতুন পরিচালক নুরুল করিম চৌধুরী 

প্রকাশের সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
কুবি প্রতিনিধি 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। এর আগে তিনি উক্ত দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার ( ২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কর্মকর্তা নিয়োগ বাছাইবোর্ডের সুপারিশ এবং গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৮ (একশত আট) তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে তাকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ প্রদান করা হয়।
এ বিষয়ে মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা হিসাবে আমি গর্বিত। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়কে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শাখা হিসাবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ভারমুক্ত হয়ে আমি আরও বেশি আত্মবিশ্বাসী, বিচক্ষণতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে পারব ইন শা আল্লাহ।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ তিনি আগে ভারপ্রাপ্ত ছিলেন, এখন সার্কোলারের মাধ্যমে ভাইভা বোর্ডের সুপারিশ ক্রমে নতুন করে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।’
উল্লেখ্য, তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে  ৯ অক্টোবর ২০১৮ থেকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বে ছিলেন।