
সিরাজগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চার নেতা মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত মাত্র একজন তা জমা দিয়েছেন। জোট রাজনীতি ও আসন সমঝোতাকে কেন্দ্র করে নেওয়া দলীয় সিদ্ধান্তের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এনসিপির পক্ষ থেকে সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনে যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে এস এম সাইফ মুস্তাফিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে কেবল সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোটের সমঝোতার কারণে কয়েকটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সুযোগ দিতে এনসিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন। এনপিসির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার জানান, জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে এনসিপির সংগঠক উত্তরাঞ্চল ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি জোট রাজনীতিকে আদর্শিক বিচ্যুতি হিসেবে উল্লেখ করে দলের নির্বাচনকালীন সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখার ঘোষণা দিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত ও জোট ঘোষণার সময় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নৈতিকতা ও আদর্শের প্রশ্নে এই জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয় এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজের পাশাপাশি জামায়াতে ইসলামীর শাহজাহান আলীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানিয়েছেন, বিশেষ পরিস্থিতির কারণে ওই আসনে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং পরবর্তীতে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৫৭টি মনোনয়নপত্র উত্তোলন করা হলেও রোববার ও সোমবার মিলিয়ে ৪৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন জমা পড়েছে সিরাজগঞ্জ-৬ আসনে এবং সবচেয়ে কম পাঁচটি জমা পড়েছে সিরাজগঞ্জ-৩ আসনে।
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, গণ অধিকার পরিষদ ও জনতার দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণ অধিকার পরিষদ এবং বিএনপির মনোনয়নবঞ্চিত এক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, জাতীয় পার্টি, এবি পার্টি, জেএসডি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আম জনতার দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































