
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর মনোনয়নপত্র জমা দিতে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের হিরো আলম বলেন, “আমি সব সময় হামলা–মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার জন্য গানম্যান চাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা বলতে পারছি না। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।
হিরো আলম আরও বলেন, “অনেকে আমাকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছেন। কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তার প্রতি সম্মান জানিয়ে ওই আসন থেকে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে নির্বাচন করেছি, এবারও ওই আসন থেকেই নির্বাচন করবো।
নিজস্ব প্রতিবেদক 





































