
রাজবাড়ী প্রতিনিধি
সত্য ন্যায়ের পথে যারা চলে তাদেরকেই জুলুম হামলা নির্যাতনের এর স্বীকার হতেহয়। আমার মনে হয় এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দীতা করায় প্রতিপক্ষ ভীতসন্ত্রস্ত হয়েছে বলে জানান রাজবাড়ী ২ (পাংশা কালুখালী বালিয়াকান্দি) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো সোহেল মোল্লা ওরফে সোহেল রানা রাজ। সোমবার ( ২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়ার পরে তিনি এসব বলেন। জানাযায় ভুক্তভোগী সোহেল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ি গ্রামের মৃত নওশের আলি মোল্লার পুত্র। তিনি ইউনিভার্সিটি অব হাডফোর্ডশায়ার (ইংল্যান্ড) থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবা মূল কাজ করে আসছেন তিনি।
সতন্ত্র এমপি পদপ্রার্থী সোহেল মোল্লা বলেন, বালিয়াকান্দি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করি এবং শুক্রবার সন্ধ্যায় আমার বাসায় উঠান বৈঠক এর আয়োজন করি। তখন স্থানীয় রফিকুল ইসলাম বাচ্চু, মো মুস্তাফিজ মোল্লা,জাহিদ মোল্লা, রাইয়ান ইসলাম, মিথুন বিশ্বাস ডানো সহ ২০-২৫ জনের একটি সন্ত্রাসি দল উঠান বৈঠকে বৈদ্যুতিক লাইট ভাংচুর করে অন্ধকার পরিবেশে তৈরি করে এবং রড চাপাতি চাইনিস কুড়াল, দিয়ে এলো পাথারি কোপাকুপি করে এসময় উপস্থিত লোকজন প্রান ভয়ে দিকবেদিক ছোটাছুটি করে। এই সন্ত্রাসীরা সাউন্ড বক্স চেয়ার টেবিল ভাংচুর করে এবং তালা ভেঙে আমার ঘর থেকে সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়৷ তখোন আমার চাচাতো বোন এগিয়ে আসলে তাকেও শারিরীক ভাবে হেনস্তা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। মনোনয়ন প্রত্যাহার না করলে আমাকে খুন ও বাড়ি ঘর জালিয়ে দেয়ার হুমকি দেয়। এঘটনায় আমি থানাতে অভিযোগ দায়ের করি। এঘটনায় বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মো আবদুর রব তালুকদার বলেন মামলা দায়ের হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি 






































