
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে র্যাব-৯। এসময় ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা চারটি এয়ারগান উদ্ধার করা হয়। সোমবার (২৯শে ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় কাউকে আটক কিংবা খোঁজে পাওয়া যায়নি বলে র্যাব জানায়। পরে উদ্ধারকৃত এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র্যাব-৯। র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগাগুলো নাশকতা ও অস্তিত্বীশীল পরিবেশ সৃষ্টি কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 



















