বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি

মেহেদী হাসান, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভষ্মিভুত হয়েছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ্যরা ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয়রা জানান, কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে আরো দু’টি ফায়ার সার্ভিসের ইউনিয়ট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাঁদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন চালের আড়তের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাউল ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্থ্য কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে রাত ১০ টার দিকে বাড়িতে চলে আসেলে। বাড়িতে আসার পর তিনি তাঁর দোকানে আগুন লেগেছে বলে জানতে পারেন। দ্রুত তিনি বাজারে এসে চোখের সামনে তাঁর সর্বস্ব পুরে ছাই হতে দেখেন। এসময় তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ তাঁদের অন্তত ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন কুকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম,
প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। প্রশাসনের পক্ষথেকে সাধ্যমত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো চেষ্টা করা হবে।
জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভষ্মিভুত হয়েছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ্যরা ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয়রা জানান, কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে আরো দু’টি ফায়ার সার্ভিসের ইউনিয়ট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাঁদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন চালের আড়তের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাউল ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্থ্য কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে রাত ১০ টার দিকে বাড়িতে চলে আসেলে। বাড়িতে আসার পর তিনি তাঁর দোকানে আগুন লেগেছে বলে জানতে পারেন। দ্রুত তিনি বাজারে এসে চোখের সামনে তাঁর সর্বস্ব পুরে ছাই হতে দেখেন। এসময় তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ তাঁদের অন্তত ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন কুকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম,
প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। প্রশাসনের পক্ষথেকে সাধ্যমত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো চেষ্টা করা হবে।