শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন ও জামায়াতের অজিজুর রহমান

স্টাফ  রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বকতিয়ার রহমান।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদার।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-১ (শার্শা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়া মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদারের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

স্টাফ  রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বকতিয়ার রহমান।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদার।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-১ (শার্শা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়া মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদারের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।