
যশোর অফিস
বিএনপি চেয়ারপার্সন,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যশোরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর- ৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।
দলীয় নেতাকর্মীরা জেলা সদর থেকে শুরু করে সকল উপজেলা, পৌর সদর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর অফিস 


































