
যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে,মোহাম্মাদ আলীর ছেলে ঘের ব্যবসায়ী ওয়ায়েস কুরুনি (৪০) এবং একই গ্রামের ভ্যানচালক কোমাদ আলী (৬০)।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ ঘটে।
তাদের উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কোমাদ আলী এবং বিকেল ৫টার দিকে ওয়ায়েস কুরুনি মারা যান।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর নিশ্চিত করেছেন।
কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, সড়ক দুর্ঘটনায় কোমাদ আলী ও ওয়ায়েস কুরুনি নামে দুইব্যক্তি মারা গেছেন।
এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
যশোর প্রতিনিধি 



































