
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিল করা বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আসাদুল হাবিব দুলুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার মনোনয়নপত্রে কোনো ত্রুটি বা আপত্তিকর বিষয় পাওয়া যায়নি বলে জানানো হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে নির্বাচনী মাঠে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট প্রতিনিধিঃ 







































