
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থিত ইংলিশ মিডিয়াম ব্রিলিয়ান্ট শিক্ষা প্রতিষ্ঠান হলিড্রিম একাডেমিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই উৎসব, ওপেনিং ক্লাশ, পবিত্র কোরআন ছবক প্রদান এবং শ্রেণি ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারি (শনিবার) উপজেলায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত ইংলিশ ভার্সন স্কুল হলিড্রিম একাডেমির প্রাঙ্গণে প্লে গ্রুফ থেকে ৫ম এবং ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নতুন বছরের এ বই উৎসব পালন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১লা জানুয়ারি রাষ্ট্রীয় শোকের কারণে ওই দিন বই উৎসব পালন না করে ৩ জানুয়ারি (শনিবার) নতুন বই উৎসব পালন করা হয়। একই সাথে ওপেনিং ক্লাশ, আরবি ছবক প্রদান, এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানটি বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়। প্রধম অধিবেশনে আরবি ছবক, দ্বিতীয় অধিবেশনে আলোচনা এবং সর্বশেষে বই বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলিড্রিম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হলিড্রিম একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ ইমাম আজিজ (হাসান স্যার)। তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে নতুন বছরে উর্ত্তিন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলিড্রিম একাডেমির পরিচালক মোঃ আল আমিন ও মোঃ ইসমাইল হোসেন।
বই বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন, হলিড্রিম একাডেমির সহকারী শিক্ষক মোঃ আবু হানিফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হলিড্রিম একাডেমির পরিচালক ও শিক্ষক মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অভিভাবক মোঃ মারফত আলী মজুমদার, শহিদ উল্লাহ ফকির,তানিয়া আক্তার, আন্না মনি,শান্ত হোসেন প্রমূখ।
পবিত্র কোরআন ছবক অনুষ্ঠান পরিচালনা করেন, হলিড্রিম একাডেমির প্রধান মৌলভী হাফেজ মাওলানা মোঃ আফজাল হোসেন। ছবক প্রদান করেন, ছেংগারচর বাজার দারুল উলূম মাহমদিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আহমাদ উল্লাহ ও ইমাম ময়দান নূরীয়া মাদ্রাসার পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহজালাল। মোনাজাত পরিচালনা করেন,হাফেজ আঃ বাতেন ফরাজী।
নতুন বই উৎসব অনুষ্ঠানে নতুন বই পেয়ে ব্যাপক খুশি আনন্দ ও উল্লাশ বিরাজ করেছিলো হলিড্রিম একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। এসময় নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা।নতুন বছরের বই পেয়ে হলিড্রিম একাডেমির ছাত্র-ছাত্রীরা আনন্দ উল্লাসের মাঝে নতুন বইয়ের সুভাষ গ্রহণ করেন, বছরের নতুন বই পাওয়ার আনন্দে ছাত্রছাত্রীরা উল্লাসিত ও উচ্ছ্বসিত দেখা গেছে। এরপরও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল। অভিভাবকরা সন্তানসহ বিদ্যালয়ে এসে বই গ্রহণ করেন। আজকে নতুন বইয়ের গন্ধে উৎফুল্ল ছিলো বলে অভিভাবকরা জানিয়েছেন ।
শিক্ষার্থীরা জানায়, বই পেয়ে খুশি ও আনন্দিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বলছে, নতুন বই পেয়েছি, এখন নতুন করে পড়াশোনায় মনোযোগী হবো।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও শহীদ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
হলিড্রিম একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ ইমাম আজিজ (হাসান স্যার) বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১লা জানুয়ারি থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবসের কারণে ওই দিন বই উৎসব পালন না করে আজ ৩ জানুয়ারি (শনিবার) নতুন বই উৎসব পালন করা হয়। একই সাথে ওপেনিং ক্লাশ, আরবি ছবক প্রদান, এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হলি ড্রিম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন বলেন, বর্তমান এ বিশ্ব প্রতিযোগিতায় ইংরেজী শিক্ষায় দক্ষতার কোনো বিকল্প নোই। মফস্পল এলাকাগুলোতে কোমলমতি শিক্ষার্থীরা ইংরেজিতে অনেকটা পিছিয়ে সহরের চাইতে। তাই সেদিক বিবেচনা করে ইংলিশ মিডিয়াম ব্রিলিয়ান্ট শিক্ষা প্রতিষ্ঠান হলিড্রিম একাডেমি প্রতিষ্ঠা করা। আমার বিকাশ, আধুনিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যুগোপযোগী পাঠ্যক্রম, প্রশিক্ষিত ও অঙ্গীকারবদ্ধ শিক্ষক, প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিখন পরিবেশ, এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা অপরিহার্য, যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটিয়ে তাদেরকে ইংরেজিতে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে এবং দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হলে পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব জীবনে মূল্যবোধের অনুশীলন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চা, নৈতিক গল্প ও শিক্ষামূলক কার্যক্রম, এবং ভালো আচরণের জন্য পুরস্কৃত করার ওপর জোর দিতে হবে, যা তাদের সৎ, দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার উভয়রই সক্রিয় ভূমিকা পালন করা জরুরি।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






































